দেশব্যাপি বইছে শীতল আবহাওয়া। শীতের এ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
৩০ ডিসেম্বর রাজধানীর আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল, ভোলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ছাড়া অন্য এলাকার আবহাওয়াও তুলনামূলক শীতল থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন