একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিটে একট টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
টুইটারে মমতা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।”
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জয়ের জন্য টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম