নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার বিকালে রাজধানীর গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনে ভীতি ছাড়া কিছুই ছিল না। এছাড়া মূল পর্যবেক্ষণদের আসতে না দিয়ে আইওয়াশ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৮/এনায়েত/আরাফাত