বিএনপি ও ঐক্যফ্রন্টের কেউ শপথ না নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সমর্থন পাওয়া স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার মহাজোট থেকে নির্বাচিত ও অন্যান্য সংসদ সদস্যের সঙ্গে তিনিও শপথ নেন।
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচন করেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার আইনি জটিলতার কারণে তার মনোনয়ন আটকে যায়।
এরপর সেখানে বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা চেয়ারম্যান মিল্টন মোরশেদকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু যথাসময়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগের আবেদন গ্রহণ না হওয়ায় সেটিও বাতিল হয়ে যায়।
পরে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ট্রাক প্রতীক নিয়ে এক লাখ ৮৯ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খান মিনু ডাব প্রতীক নিয়ে পান ৬৪ হাজার ২৯২ ভোট।
বিডি প্রতিদিন/কালাম