সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের তদন্তে জাতীয় ঐক্যফ্রন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে বলে জানিয়েছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম রব।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তিনি একথা বলেন।
আ স ম রব বলেন, “প্রহসন ও কারচুপির নির্বাচনের বিরুদ্ধে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়া। এ জন্য বিভিন্ন প্রার্থীর কাছ থেকে তথ্য নেয়া হচ্ছে। পরবর্তী করণীয় সম্পর্কে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
তিনি আরও বলেন, “ক্ষমতাসীনেরা সবকিছু গায়ের জোরে করছে। সাধারণ মানুষ ভোট দেখেছে। ভোটের অনিয়ম তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।”
বিডি প্রতিদিন/কালাম