বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ জানুয়ারি) বিকেলে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
গত রবিবার (৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক কমিশন সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। যা প্রকৃতপক্ষে তার স্বামীর সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত।
বিডি প্রতিদিন/হিমেল