স্বনামধন্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি আজ মঙ্গলবার বাদ আছর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। কুলখানিতে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফ ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার তার মরদেহ দেশে নিয়ে আসা হয়।
ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক তিনটি নামাজে জানাজা শেষে রবিবার বাদ আছর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা