পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। তবে সেটা তিনি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর আজ সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি সেটি প্রত্যাহার করেছি। আমি বাধ্য হয়ে মার্কিন নাগরিক হয়েছিলাম।’
ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, ‘২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন।’
নতুন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।’
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল