গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় একটি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন