নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিজয়ের ৪৮ বছর পরে আমরা কী পেয়েছি। কিছুই পাইনি। একটা সরকার ১১ বছর ক্ষমতায় আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। দেশে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে, কোনো কিছুরই নিরাপত্তা নেই।
জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এই দুর্নীতিবাজ ও অদক্ষ সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে রাজপথে নামতে হবে। রাজপথে লড়াই ছাড়া মুক্তি হবে না।
মান্না আরও বলেন, আমরা একটা বিজয় অর্জন করেছিলাম, এটা ঠিক। কিন্তু এই বিজয় কী অর্থ বহন করে, এটা বোঝা দরকার। সব লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে ‘ভালো থাকা’, সুন্দরভাবে বেঁচে থাকা। সরকারদলীয়রা বলে আমরা এত এত উন্নয়ন করেছি। বাস্তবে কোনও উন্নতি হয়নি, উন্নতি হয়েছে শুধু পিয়াজের দামের। কৃষকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে সরকারদলীয় সিন্ডিকেট।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ