আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে। বাকি তিন নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু সিপুর কাছ থেকে কার্ড গ্রহণ করেছেন। রিয়াজ উদ্দিন নসু জানান, বিএনপির চারজন নেতার নামে আলাদা চারটি কার্ড দিয়ে গেছেন জিয়াউদ্দিন সিপু।
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিনবছর পর পর আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন হয়।
বিডি প্রতিদিন/ফারজানা