পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পদ্মানদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ করে বেড়ে যাওয়ায় ফেরির সংকেত আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি-এর পাটুরিয়ার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ