আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।
রেওয়াজ অনুযায়ী কাউন্সিল অধিবেশনের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পাস করানোর পর নির্বাচন কমিশন নেতা নির্বাচনের দায়িত্ব নেবেন। দলের জ্যেষ্ঠ নেতারা সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন।
পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হলে নতুন নেতৃত্ব পাবে আওয়ামী লীগ। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। এর মধ্য দিয়ে ওঠে আসবে আওয়ামী লীগের আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব।
বিডি প্রতিদিন/ফারজানা