জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৯ সিরিজের নতুন ড্রিমলাইনার সোনার তরী দেশের মাটিতে অবতরণ করেছে।
শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি।
এর আগে ঢাকার উদ্দেশে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোনার তরী রওয়ানা দেয়। প্রায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে টানা ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় পৌঁছায় সোনার তরী।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাসনিম আকতার। তিনি জানান, বিমানবন্দরে নতুন ড্রিমলাইনারকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন