জাতীয় ঐক্যফ্রন্ট- এর স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট’র দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনে কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা