১৭ হাজার ১১০ জন পরিক্ষার্থী নিয়ে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। ২১তম বৃত্তি পরীক্ষাটি দেশের ১২টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর সঙ্গে বিশেষ কর্মসূচি হিসাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭৫টি কেন্দ্রে ১৭ হাজার ১১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় এর ফলাফল প্রকাশিত হবে।
লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘বেসরকারি পর্যায়ে এটি অন্যতম বৃহত্তম এবং ধারাবাহিক বৃত্তি পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা চাই, আগামীতে এ বৃত্তি পরীক্ষা দেশের একটি মডেল পরীক্ষা হিসাবে প্রতিষ্ঠা করতে। এ ব্যাপারে আমরা সকলের ঐকান্তিক সহেযাগিতা কামনা করছি।’
বিডি-প্রতিদিন/শফিক