প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ার আনন্দে কবিতা লিখলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সোমবার দুপুরে পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন নিজের ফেসবুক আইডি থেকে কবিতাটি পোস্ট করেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের লেখা কবিতাটি তুলে ধরা হলো :
ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ
হাওর বাংলার জন্য এল বড় শুভাশিস
বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার
এলো মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার
বয়ে গেল হাওর থেকে হাওরে অপার
কে রুখবে মোদের আনন্দ এবার।
বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্ব-ভূমে
বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে
ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম
হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন