গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাত সচিব।
আজ বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব থেকে সচিবরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে তারা বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) বেগম বদরুন নেছা।
বিডি প্রতিদিন/ফারজানা