আবহাওয়া অফিস বলছে, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এখানেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী দু’দিনে ক্রমান্বয়ে আবহাওয়া উন্নতি হতে পারে। তবে এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনে সম্ভাবনা নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ