দেশের উত্তরাঞ্চলে শীত কিছুটা বেশি হলেও রাজধানীসহ অন্যান্য এলাকা কিছুটা কমেছে শীতের তীব্রতা। এরই মাঝে শনিবার রাতে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি ঝরেছে। রবিবারও দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রাও সেভাবে স্বাভাবিকের নীচে নামবে না। তবে যশোর, কুষ্টিয়া ও চট্টগ্রাম অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রবিবারও হালকা বৃষ্টি হবে। এরপর শীতের অনুভূতিও বাড়বে।
আবহাওয়ার পূর্বাভাস দিয়ে তিনি বলেন, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এরপর তাপমাত্রা কমবে। কয়েক দিনের গরম অনভূতিও কাটবে। সপ্তাহান্তে শীতও বাড়বে। সারা দেশের রাতের তাপমাদ্রা ১-৩ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ