সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা এবং দুই কন্যা শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদা হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
চলতি বছরের ৯ জানুয়ারি বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা এবং দুই কন্যা শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ কমিশনের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ বাদী পৃথক দুটি মামলা করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত পৌনে সাত কোটি টাকা অর্জনের পর বিদেশে পাচার করে লন্ডনে দুটি ফ্ল্যাট কেনার অভিযোগ আনা হয়েছে। দুই মামলায়ই মেয়েদের সঙ্গে আসামি হয়েছেন সিগমা হুদা।
বিডি প্রতিদিন/ফারজানা