প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান পেল ফেনীর ২৫টি মন্দির। মুজিববর্ষ উপলক্ষে এই অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে ফেনী পৌরসভার সম্মেলনকক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন ও সদর উজেলা নির্বাহী অফিসার নাসরীন সুলতানা।
বক্তব্য রাখেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ ফেনীর আহ্বায়ক শুকদেব নাথ তপন।
পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক ও সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী।
আলোচনাসভার আগে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনের ওপর গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।
শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক ২৫টি মন্দিরের সভাপতি-সম্পাদকের হাতে তুলে দেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/কালাম