বুয়েটের আবরার হত্যা মামলায় আসামিদের আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মামলা চলতে এখন আর কোন বাধা নেই। আদালত পরিবর্তন চেয়ে মামলার ২২ আসামি আবেদন করেছিল। আবরার হত্যা মামলায় এখন পর্যন্ত ৩৯ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি করে আসামিদের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামীকাল এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। পরিবর্তন চেয়ে করা আবেদনটিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিডি প্রতিদিন/আরাফাত