মহিলা বিষয়ক অধিদপ্তর রাজধানীর ইস্কাটনস্থ নারী পুনর্বাসন কেন্দ্রটির বিষয়ে হালনাগাদ কোন তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির বিষয়ে হালনাগাদ বিস্তারিত তথ্য সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করেছিল। এ বিষয়ে হালনাগাদ বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি পুলিশ ও উকিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এছাড়া শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রকল্প পরিচালক পরিবর্তন করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। কমিটি সদস্য মো. শাহজাহান মিয়া ও সাহাদারা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘মাল্টি-সেকটোরাল প্রোগ্রামে’র অধীনে প্রতিটি জেলা ও উপজেলায় ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’র সেল গঠনের জন্য প্রকল্প তৈরীর সুপারিশ করা হয়। বৈঠকে জয়িতা ফাউন্ডেশনকে করোনাকালীন স্বল্প পরিসরে বাসায় ও অনুষ্ঠানে খাবার সাপ্লাই দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার