বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকারকে হটাতে হবে, ওয়াদা করি প্রতিদিন। ডেইলি প্রতিশ্রুতি নেই, দলের ভেতরে বিভেদ চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু এখান থেকে বাইর হয়ে গিয়ে ৩-৪ জন লইয়া দোকানে বইসা কারে সাইজ করতে হইব, তা নিয়ে আলাপ করি আমরা। এরকম হলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব না।’
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘ আগে দলের মধ্যে আমাদের শক্তি যতটুকুই আছে, ওইটুকুই আমরা ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করি। তারপরেই আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব। জাতি যদি ঐক্যবদ্ধ হয়, দেশ থাকবে, দেশের সার্বভৌমত্ব থাকবে। জাতি যদি ঐক্যবদ্ধ হয় গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।’
কৃষক দলের সদস্য এসকে সাদীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ