করোনাভাইরাসে আক্রান্ত বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা সুস্থতার দিকে। তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় উনার সহধর্মিণী অধ্যাপক মাহমুদা বেগমকে আইসিইউতে রাখা হয়েছে।
এবিএম আব্দুল্লাহ জানান, আল্লাহর রহমতে ভালোই আছি। তবে কাশি এবং শারীরিক দুর্বলতা কিছুটা আছে। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা নেই।
এবিএম আব্দুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত বলেন, আবদুল্লাহ স্যার এখন অনেকটাই ভালো আছেন। তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় ম্যাডামকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে; তবে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর থেকে রাজধানীর গ্রিন লাইভ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ১৭ ডিসেম্বর কভিড-১৯ পজিটিভ আসায় ও কিছু উপসর্গ থাকায় তার স্ত্রীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা