জনপ্রিয় এফএম রেডিও স্টেশন রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রেডিও ক্যাপিটালের কার্যালয়ে কেক কাটা হয়। করোনার এই ঝুঁকিপূর্ণ আবহে স্বল্প পরিসরে আয়োজন চলছে।
আজ সকাল ১১টার দিকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন