প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে বাংলা একাডেমি প্রাঙ্গনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষ ছাড়াও এদিন দুপুর ১২টায় বিভিন্ন ব্যক্তি, প্রবীণ সাংবাদিক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিন বেলা ১২টার দিকে রাবেয়া খাতুনের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। পরে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নজরুল মঞ্চের বেদিতে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। রাবেয়া খাতুনকে শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া বাংলা একাডেমির সভাপতি ও মহাপরিচালক ছাড়াও সংশ্লিষ্টরা শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন গতকাল রবিবার (৩ জানুয়ারি) বিকালে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ