সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মো. জাওয়েদ আলমের জব্দ করা স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাবের মধ্যে পেনশনের টাকার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের করা আবেদন খারিজ করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে প্রকৌশলী মো. জাওয়েদ আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
এ বি এম আলতাফ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে বিদেশ যেতে দুদক যে বাধা দিয়েছিল তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে, ওইদিন অনুসন্ধানের নামে বারবার নোটিশ দিয়ে আবেদনকারীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।
সেসময় অপর এক আদেশে আদালত বলেছিলেন, দুদক কর্তৃক জব্দ করা স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাবের মধ্যে মো. জাওয়েদ আলম পেনশনের টাকা প্রাপ্ত হবেন। এ টাকা অবমুক্ত করার নির্দেশও দিয়েছিলেন হাইকোর্ট।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ