নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিতে বঙ্গভবনে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার বিকেলে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে বঙ্গভবনে যান তারা। জাসদের পক্ষ থেকেও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জানা যায়।
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পর্যায়ক্রমে অন্য দলের সঙ্গেও রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই