হেফাজতে ইসলামের নেতাদের তথ্য চেয়ে ১৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছিল, এরমধ্যে ১৭টি প্রতিষ্ঠান থেকে আয়-ব্যয়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে তিনি আরও জানান, হেফাজতে ইসলাম সংগঠনের বিভিন্ন ব্যাক্তির সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এখনও উল্লেখযোগ্য তথ্য হাতে আসেনি।
দুদক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক হতে মাওলানা মামনুল হকসহ কয়েকজনের ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠান হতেও কিছু তথ্য পাওয়া গেছে, যাচাই-বাছাই চলছে।
অভিযোগ সংশ্লিষ্ট মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ এবং মোহাম্মদ মহসিন ভূইয়ার আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে।
অভিযোগে বর্ণিত ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি প্রতিষ্ঠান হতে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব আয়, সরকারি অনুদান, ব্যক্তিগত ও অন্যান্য দান ইত্যাদির তথ্য সংগ্রহসহ প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন ও ক্যাশ বই সরবরাহ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা