নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বিকাল ৪টায় এই বৈঠক শুরু হয়।
আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদেরও যোগ দেয়ার কথা ছিল।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে, সংলাপে অংশ নেবে না তারা। এই সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপতি দপ্তরে জানানো হয়েছে।
এর আগে ২০ ডিসেম্বর বিকালে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সার্চ কমিটির জন্য ৫ জনের নাম দেয় দলটি। ২২ ডিসেম্বর যোগ দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
বিডি প্রতিদিন/আরাফাত