ঝিনাইদহে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কালের কণ্ঠ-শুভসংঘ এর আয়োজনে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রথমে সদরে ৫০০, কালীগঞ্জে ২০০, কোটচাঁদপুরে ৩০০ ও মহেশপুর উপজেলায় দিনব্যাপী ১৫০০ কম্বল বিতরণ করা হয়।
এতে ঝিনাইদহ সিটি কলেজের সাবেক প্রিন্সিপাল তোবারেক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল মাবুদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি শেখ রুহুল আমিন, বাংলানিউজের প্রতিনিধি রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ শুভ সংঘের জেলা সভাপতি শুভ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সদস্য জেবিন, ইয়ামিন আরাফাত রাফি, শারিদ, মাহাদি জীবন ও শেখ হৃদয় আহম্মেদ পিকুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারীরিক প্রতিবন্ধীসহ ১৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও পর্যায় ক্রমে আরো ২টি উপজেলায় কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয়। তীব্র শীতে কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের জন্য খুশিতে দোয়া করেন তারা।
পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম বলেন, এবারে শীতের প্রকোপ একটু বেশি। বসুন্ধরা গ্রুপের অর্থায়নের গরীব ও দুস্থদের মাঝে কম্বল দেওয়া হচ্ছে আমি পুলিশের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। এ রকম ভালো কাজের সাথে আমরা সব সময় পাশে আছি।
অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে বসুন্ধরার মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন