মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ইলেক্ট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট বা ই-ডিপি সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ই-ডিপি সিস্টেমের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, সশস্ত্র বাহিনী আমাদের আপামর জনসাধারণের আস্থার প্রতীক। প্রতিরক্ষা ক্রয়ে ই-ডিপি বাস্তবায়িত হলে জনগণের আস্থা আরও বাড়বে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
উল্লেখ, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সফল উদ্যোগ হচ্ছে সরকারি ক্রয় কার্যক্রমকে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট তথা ই-জিপি এর মাধ্যমে সম্পন্ন করা। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চে প্রতিরক্ষা ক্রয় কার্যক্রম স্বয়ংক্রিয় করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট তথা ই-ডিপি প্রণয়ন করার জন্য একটি প্রকল্পের অনুমোদন প্রদান করেন।
প্রকল্পটি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নুরুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে চলমান রয়েছে। প্রস্তাবিত ই-ডিপি সিস্টেমে প্রতিরক্ষা ক্রয়ের সাথে সংশ্লিষ্ট ৩৯টি স্টেকহোল্ডার, দেশি-বিদেশি ২০০০ সরবরাহকারী ও ব্যাংকসমূহ অন্তর্ভুক্ত থাকবে। উক্ত প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সার্বিকভাবে দায়িত্বপালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, স্টেকহোল্ডার, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যাংক সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন