বাংলাদেশের কোন জেলার কোন কোন অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এজন্য মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ এ মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হবে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
এছাড়াও দেশের বিদ্যমান বিমানবন্দরগুলো সংস্কার, আধুনিকায়ন ও রানওয়ে সম্প্রসারণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কমিটিকে জানানো হয়। কমিটি উভয় কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি সংসদের ফ্লোরে প্রদত্ত প্রতিশ্রুতি মোতাবেক গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন। কমিটির সদস্য আলহ্বাজ মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন এবং বাস্তবায়ন, পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন