নড়াইলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরও ৪০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এগুলো বিতরণ করা হয়।
জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিতদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘের সভাপতি ডা. মশিউর রহমান বাবু, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন, কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন ও যুবলীগ নেত্রী নাসিমা রহমান পলিসহ অনেকে।
বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে ধন্যবাদ জানান শীতার্তরা। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান সুবিধাবঞ্চিতরা। একইসঙ্গে বসুন্ধরা গ্রুপের সকল সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত গণ্যমান্যরা।
এর আগে, গত সোমবার নড়াইলের কালিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা গাজিপুর-মাটিডাঙ্গা গ্রামের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। কালেরকণ্ঠ-শুভসংঘ এর ব্যবস্থাপনায় কালিয়ার মহাজন-গাজিপুর এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক