দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের দু’টি পয়েন্টে এসব কম্বল তুলে দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় জিলা স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলাম, শুভসংঘ কুষ্টিয়ার সভাপতি হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর, দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে শুভসংঘের সাধারণ সম্পাদিকা কাকলী খাতুন, সহ-সভাপতি শম্পা আফরিন, যুগ্ম সম্পাদক শিল্পী সরকার, প্রচার সম্পাদক এসএম জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
তীব্র শীতের মধ্যে বসুন্ধরা গ্রুপের এই কম্বল পেয়ে খুশি হতদরিদ্র-অসহায়রা। মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে অসহায় অবস্থা কুষ্টিয়া অঞ্চলের অসহায় হতদরিদ্রদের। উষ্ণতা খুঁজতে তাই বসুন্ধরা গ্রুপের নতুন কম্বলের খবরে সকালেই ছুটে এসেছেন কুষ্টিয়া জেলা স্কুল মাঠে। কম্বল পেয়ে মুখে হাসি ফুটে ওঠে অসহায় শীতার্ত মানুষের মুখে। শীতের উপহার পেয়ে তারা বসুন্ধরা গ্রুপের কল্যাণ কামনা করেন।
দৈনিক কালের কণ্ঠ’র শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, দেশব্যাপী চলমান এ কার্যক্রমে প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে কম্বল দেয়ার কাজ করছে শুভসংঘের কর্মীরা। শুভসংঘ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল আলম টুকু বলেন, বসুন্ধরা গ্রুপের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। বসুন্ধরা গ্রুপের মত সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।
সুন্ধরা গ্রুপের এ ধরণের মহতি উদ্যোগের প্রশংসা করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) শারমিন আক্তার বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এর আগে বৃহস্পতিবার দুপুরে শহরের কালিশংকরপুরে ইসলামপুর মাদ্রাসায় এতিম শিক্ষার্থী ও স্থানীয় হতদরীদ্রদের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক