রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদির আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আসামি শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি প্রতিদিন/আরাফাত