আবারও আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরা।
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে এই শুভেচ্ছা জানান তারা। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
উপস্থিত থাকা অন্য হুইপরা হলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।
এর আগে গত শনিবার দলের ২২তম সম্মেলনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ