আগামী শুক্রবার ঢাকার গণমিছিলের বিষয়ে অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে বিএনপির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ৩০ ডিসেম্বর গণমিছিল করার বিষয়ে অবহিত করে একটি চিঠি দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকে।
বৈঠকের শেষে সাংবাদিকদের ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারকে বলেছি যে, ৩০ ডিসেম্বর কোনো সভা-সমাবেশ নয়, এটা হবে গণমিছিল। আমরা শান্তিপূর্ণভাবে এই গণমিছিল শুরু ও শেষ করতে চাই। এই বিষয়ে ডিএমপির সহযোগিতা চেয়েছি। কোথা থেকে শুরু এবং কোথায় শেষ হবে? জানতে চাইলে তিনি বিস্তারিত জানাননি।
বিডি-প্রতিদিন/বাজিত