রাজধানীর খিলগাঁও এলাকায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির মামলায় মূলহোতা হাসান জমাদ্দারসহ ছয় জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
রিমান্ডকৃত অপর আসামিরা হলেন-মো. আরিফ (২৬), মো. আইনুল হক ওরফে ভোলা (৪২), মো. সাইফুল ইসলাম মন্টু (৪৫), মো. আনসার আলী (৫০) মো. শাহীন (৩৫)।
এর আগে ৬ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন।
এর আগে বুধবার আসামিদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি চাপাতি ও ডাকাতি শেষে পালিয়ে যেতে ব্যবহার করা প্রাইভেটকার উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত