গণআন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক আলোচনা সভা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি থেকে শুরু করে ১০ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ৭১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি চলবে। গত ২৪ ডিসেম্বর ১১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়, এসকল কর্মসূচিতে উপস্থিত থাকবেন জেলা/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি, জেলা নির্বাহী কমিটির নেতারা, উপজেলা ও পৌর ইউনিটের ৫ জন শীর্ষ নেতা, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলার ৫ জন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
বিডি প্রতিদিন/এএ