আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেছেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে অংশ নিয়েছে ইসলামী ঐক্যজোট। কিন্তু লক্ষ্য করছি, সারা দেশে ইসলামী ঐক্যজোট প্রার্থীদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের মারধরসহ ধমকি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার নির্বাচনী এলাকায়ও একই চিত্র দেখতে পাচ্ছি। এখানে দিনদিন নির্বাচনী পরিবেশের অবনতি ঘটছে।
বুধবার মেঘনা উপজেলা বাস স্ট্যান্ডে আয়োজিত মিনার প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন অথর্ব ও অচল কমিশন। তারা আমাদের আচরণবিধি মানার সবক দিলেও একটি বিশেষ দলের প্রার্থীদের একের পর এক আচরণবিধি লঙ্ঘন তাদের নজরে পড়ে না। আমরা স্পষ্ট বলতে চাই, আসন্ন নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। অন্যথায় ইসলামী ঐক্যজোট সারা দেশে এই নির্বাচন বর্জন করবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা আবু মূসা আশরাফী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা সালমান খান, মাওলানা হাসানাত মাহিরসহ মেঘনা ও হোমনা উপজেলা ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
জনসভা শেষে মেঘনা বাস স্ট্যান্ড থেকে মাওলানা আলতাফ হোসাইনের নেতৃত্বে মিনার প্রতীকের একটি মিছিল মানিকারচর বাজার, মাধবপুর, জয়পুর, গোপালনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দনপুর বাজারে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিডি প্রতিদিন/আরাফাত