আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে বিএনপি। আগামী শুক্র ও শনিবারও চলবে এ কর্মসূচি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন তিনি।
এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছিল বিএনপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন