বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি গাড়িও দৃষ্টিকটু থাকবে না। ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করা হবে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।
রবিবার বিআরটিসি’র মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ অর্থ-বছরের ২য় প্রান্তিকের অংশীজন সভায় তিনি এসব কথা বলেন।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, ভারি গাড়িগুলো মেরামতের জন্য ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। একইসাথে দক্ষ কারিগর তৈরি করার লক্ষ্যে গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্র এবং তেজগাঁও মেরামত কারখানাতে আবাসিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসি’কে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস তা অব্যাহত থাকবে।
সভায় মজিবুর রহমান নামের একজন স্টেক হোল্ডার বলেন, বর্তমানে বিআরটিসি’র বাসগুলো দেখলে খুব ভালো লাগে। বিআরটিসির ত্রুটিযুক্ত বাসগুলো দ্রুত মেরামত করে অন্য রুট করা হচ্ছে। বিআরটিসির সঙ্গে অন্যান্য বাস মালিকদের প্রতিযোগিতা চলছে।
গণপরিবহন মালিক সমিতির এক সদস্য বলেন, গণপরিবহনের মালিক হয়েও আমি বিআরটিসির বাসে চলাচল করে স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ বিআরটিসির বাসগুলো যেমন পরিষ্কার তেমন ত্রুটিমুক্ত।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্টেক হোল্ডাররা।
বিডি প্রতিদিন/আরাফাত