দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার বলেন, বর্তমানে ইলেকট্রনিকস পণ্য আর বিলাসজাত পণ্যের তালিকায় নেই। এটি নিত্যপণ্যে পরিণত হয়েছে। ফলে গ্রাহক তার প্রয়োজনেই ইলেকট্রনিকস পণ্য ক্রয় করছেন। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল শতভাগ বিদ্যুতায়িত হওয়া, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও নগরায়নের ফলে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পয়েছে। আধুনিক প্রযুক্তির সুবিধা নেওয়ার আকাক্সক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ইলেকট্রনিকস পণ্যের বাজার বিকশিত হচ্ছে। সব মিলিয়ে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা বর্তমানে আলহামদুলিল্লাহ বেশ ভালো। তিনি আরও বলেন, গরমের শুরুর দিকেই সাধারণ সময়ের তুলনায় এসির ক্রেতার উপস্থিতি বেড়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। মার্কেটে প্রতিদিনই নতুন ক্রেতার ভিড় দেখা যাচ্ছে। গত বছর প্রচণ্ড গরমের সময় অনেকেই সময়মতো এসি ফিটিং করতে পারেননি। এ কারণে এ বছর শুরুর দিকেই ক্রেতারা ক্রয়ের জন্য ভিড় করছেন। এ সময়ে আবার সিলিং ফ্যানের চাহিদা বেশ থাকে। নুরুল আফছার বলেন, দেশের বর্তমান আবহাওয়া ও অর্থনৈতিক পরিস্থিতি ইলেকট্রনিকস পণ্যের জন্য বেশ অনুকূল। ফ্রিজের বর্তমান বাজার মূল্য গ্রাহকদের হাতের নাগালে এবং সাধ্যের মধ্যে রয়েছে। তবে ফ্রিজ বিক্রির সবচেয়ে ভালো সময় যেমন গ্রীষ্মের শুরুতে, রমজান, ঈদ, পূজাপার্বণ ইত্যাদি ঘিরে এর চাহিদা অনেক গুণ বৃদ্ধি পায়। দেশের দুটি বড় উৎসব ঈদ ঘিরে বার্ষিক চাহিদার প্রায় ২৫ শতাংশ ফ্রিজ বিক্রি হয়। তিনি আরও বলেন, এ সময় নতুন নতুন পণ্য সম্ভার এবং বিশেষ অফার থাকায় গ্রাহকরা পণ্য কেনায় বেশ আগ্রহী হয়ে ওঠেন। প্রতি বছর ফ্রিজের চাহিদা প্রায় ১০-১৫ শতাংশ হারে বাড়ছে। বাজারে কনকা ও হাইকো ব্র্যান্ডের চাহিদা ভালো। ঈদ ঘিরে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখে এ সময়ে প্রতিটি পণ্যে ছাড় দেওয়া হয়। মো. নুরুল আফছার বলেন, গ্রীষ্মকালে এসি, সিলিং ফ্যান, এয়ারকুলার, এয়ারকার্টেন, এয়ারসার্কুলেটর ফ্যান ইত্যাদির চাহিদা বেশি থাকে। দেশের ইলেকট্রনিকস খাত বর্তমানে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। বর্তমানে ইলেকট্রনিকস পণ্য চাহিদার প্রায় ৮০-৮৫ শতাংশ দেশে উৎপাদিত হয়। খুব অল্প পরিমাণ পণ্য আমদানি হয়। তিনি আরও বলেন, দেশের কোম্পানিগুলো যেসব ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করে তা অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের তুলনায় ভালো। আবার অনেক কোম্পানি বিশ্ব স্বীকৃত ইলেকট্রনিকস পণ্য তাদের সঙ্গে প্র্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি করে। ফলে তারা দেশের পরিবেশ, গ্রাহক ও ব্যবহারকারীদের কাক্সিক্ষত প্রয়োজন ও স্বাছন্দ্য ইত্যাদি বিবেচনা করে পণ্য প্রস্তুত করছে। অন্যদিকে বিদেশে তৈরি ফ্রিজ আমাদের দেশীয় গ্রাহক ও ব্যবহারকারীর প্রেক্ষিত চিন্তা করে না। তাই আমি মনে করি, পরিবেশ, প্রয়োজন ও চাহিদা বিবেচনায় বিদেশি ইলেকট্রনিকস পণ্যের তুলনায় দেশে বিশ্ব স্বীকৃত উৎপাদিত ইলেকট্রনিকস পণ্য ভালো। আর আমরা যেসব ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করছি সেগুলো বিশ্বমানের এবং বিশ্বের ২০০টির অধিক দেশে আমাদের কনকা ব্র্যান্ড সমাদৃত। ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ঢাকা সিটির আবহাওয়া মারাত্মক দূষিত। পরিবেশ বিবেচনায় নিয়ে সরকার অতি দ্রুত একটি সিদ্ধান্ত নিয়েছে, যা সময়োপযোগী। কিন্তু ঋণের সুদের হার বৃদ্ধি, ইলেকট্রনিকস খাতের আয়ের ওপর কর হারের পরিবর্তন এবং ডলারের বাজার মূল্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গ্রাহকের ওপর এই আমদানি শুল্কের পরিবর্তন খুবই সামান্য। আমরা আশা করি, ভবিষ্যতে এ খাতকে আরও শক্তিশালী করার জন্য সরকার বিগত সময়ে প্রদত্ত শুল্ক, কর, ভ্যাট অব্যাহতিসহ নানা সুযোগসুবিধা ২০৩৫ সাল পর্যন্ত বর্ধিত করবে। পাশাপাশি বছরভিত্তিক না করে দীর্ঘমেয়াদি ভিত্তিতে এসব সুবিধা প্রদান করা প্রয়োজন। তাহলে আরও অনেক বিনিয়োগকারী বাজারে আসবে। এ ছাড়া ভ্যাট-ট্যাক্সের মতো বিষয়গুলো আরও সহজীকরণ করা দরকার এবং ভ্যাট-ট্যাক্সের হার হ্রাস করা প্রয়োজন বলে মনে করেন তিনি। পাশাপাশি ব্যাংকিং খাতের সুদহার নিয়েও পুনর্বিবেচনা করা দরকার। সুদের হার আগে এক সংখ্যায় ছিল। এখন তা দুই সংখ্যায় গিয়ে পৌঁছেছে। এক সংখ্যায় থাকলে সব উদ্যোক্তার জন্য আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে রপ্তানির একটি নতুন খাত এবং দেশে বিশাল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান তিনি।
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
সা ক্ষাৎ কা র
ইলেকট্রনিকস পণ্যের চাহিদার ৮৫ শতাংশ দেশে উৎপাদিত হয়
মো. নুরুল আফছার, উপব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর