ভিভিয়ান রিচার্ডসকে বলা হতো তার সময়কার সেরা ক্রিকেটার। ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ওয়ান, টু এবং থ্রি ডাউনে ব্যাটিং করেছেন এই ড্যাসিং ক্যারিবীয় উইলোবাজ। যখন ফর্মের শীর্ষে ছিলেন, তখন ব্যাটিং করেছেন ওয়ান ডাউনে। যাতে দল বেশি সার্ভিস পায়। ক্রিকেট বিশ্বের প্রতিটি দলই এখন তাদের সেরা ব্যাটসম্যানদের উপরের দিকেই ব্যাটিংয়ে পাঠায়। অথচ ঠিক উল্টো বাংলাদেশ ক্রিকেটে। দলের দুই সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অথচ ব্যাটিং করছেন মিডল অর্ডারে। দুই সেরা ব্যাটসম্যানের এমন ব্যাটিং অর্ডারে দল খেসারতও গুনছে টি-২০ বিশ্বকাপে। রান পাচ্ছে না। এখন পর্যন্ত আসরে টাইগারদের সর্বোচ্চ রান ভারত ম্যাচে, ৭ উইকেটে ১৩৮। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার আরও একটি লড়াই। এই লড়াইয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছেন মুশফিক। দলের দুই সেরা ক্রিকেটার সাকিব ও অধিনায়ক দুজনই ব্যাটিং করবেন উপরের দিকে। আজ চাপমুক্ত খেলাই দলের টার্গেট জানান সাকিব।
ভারতের বিপক্ষে হেরে অধিনায়ক মুশফিক ইঙ্গিত দিয়েছেন পরের ম্যাচগুলোতে সেরা ব্যাটসম্যানরা শুরুতেই ব্যাটিং করবেন। আগের ম্যাচগুলোতে পুরোপুরি ব্যর্থ উপরের সারির ব্যাটসম্যানরা। একমাত্র এনামুল হক বিজয়ই ধারাবাহিকতা ধরে রেখেছেন আসর জুড়ে। আসরের পাঁচ ম্যাচে বিজয়ের রান ১৬৬ (৪৪*, ৪২, ২৬, ১০, ৪৪)। বিজয় ঠিক থাকলেও রান নেই তামিম ইকবালের ব্যাটে। চূড়ান্ত পর্বে তিন নম্বরে খেলেছেন সাব্বির রহমান রুম্মন, মুমিনুল হক। কিন্তু রান করতে পারেননি। তাই আজ পাকিস্তানের বিপক্ষে তিন ও চারে সাকিব ও মুশফিক খেলতে পারেন। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব, ‘আমি আগে তিনেই ব্যাটিং করেছি। বিশ্বকাপের আগে অধিনায়ক ও কোচ বলল মিডল অর্ডারকে শক্ত করতে আমি ও মুশফিক ভাই যেন ৪-৫ নম্বরে ব্যাট করি। এখন যদি পরিকল্পনায় পরিবর্তন আনা হয়, তাহলে অবশ্যই সেটাকে সমর্থন করি। দলের প্রয়োজনেই এগুলো করা হবে।’
বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হারের ধাক্কায় বেসামাল টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি। দুই ম্যাচ হেরে যাওয়ায় প্রায় ছিটকেই পড়েছে আসর থেকে। যদিও গানিতিক হিসেবে সেমির স্বপ্ন টিকে আছে। ক্রিকেটারদের যে পারফরম্যান্স, তাতে স্বপ্ন দেখা অতিশয়োক্তিই। তারপরও দেশসেরা ক্রিকেটার সাকিব ভালো খেলার স্বপ্ন দেখছেন পরের দুই ম্যাচে, ‘গানিতিক হিসেবে হয়তো এখনো আমাদের সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল খেলার। কিন্তু দুই ম্যাচ জিতে সেমিতে খেলাটা আমাদের জন্য অনেক কঠিন। কঠিন বলেই আমি মনে করি আমাদের উপর কোনো চাপ নেই। আশা করি আমাদের স্বাভাবিক খেলাটা আমাদের আÍবিশ্বাস বাড়াবে।’ পাকিস্তান ও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। তারপরও ভালো খেলে আÍবিশ্বাস ফেরাতে চাইছেন সাবেক টাইগার অধিনায়ক। তবে এটাও স্বীকার করেছেন, টি-২০ ক্রিকেটে ভুল করলে ফেরার কোনো জায়গা নেই, ‘দুটি ম্যাচে আমরা ভালো করিনি। স্বাভাবিকভাবেই আÍবিশ্বাস একটু কম। টি-২০ ক্রিকেটের সৌন্দর্র্য্যই এটা যে, যে কোনো দল যে কোনো সময় ঘুরে দাঁড়াতেই পারে। আমি মনে করি কোনো দলই বলে কয়ে জিততে পারবে না। এই ক্রিকেটে একবার ভুল করলে ফিরে আসা খুবই কঠিন। তবে আমরা দুটি ম্যাচ ভালো খেলে আবারও ছন্দে ফিরতে চাই।’
আজকের ম্যাচের প্রতিপক্ষ ফেবারিট পাকিস্তান। নিজেদের ফিরে পেতে মরিয়া সাকিব মনে করেন, আজকের ম্যাচ কঠিন হবে দলের জন্য, ‘পাকিস্তানের বোলিং হয়তো টুর্নামেন্ট সেরা নয়। তবে তাদের স্পিন কিন্তু অনেক শক্তিশালী। এমন বোলিংয়ের বিপক্ষে রান করা কঠিন হবে। তারপরও আজ আমরা সেরাটাই খেলতে চাই।’
এশিয়া কাপে প্রতিপক্ষের সঙ্গে যখন টালমাটাল টাইগাররা, তখনই পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচ আজ প্রেরণা হতেই পারে টাইগারদের।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
ভালো খেলার প্রত্যাশা সাকিবের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর