ব্লক বাস্টার ইভেন্টটি শুরুর আগেই গ্রুপটিকে বলা হচ্ছিল 'ডেথ গ্রুপ'। সেই গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সেমিফাইনালে উঠেছে ভারত। বাকিটির লড়াইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। দুই ম্যাচ হারলেও সুপ্ত একটি সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। তবে ভারতের পথ ধরে হাঁটতে হলে আজ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। বাংলাদেশ দুই ম্যাচ হেরে মানসিকভাবে বেশ পিছিয়ে। তাই টাইগারদের বিপক্ষে আজ ফেবারিট সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তারপরও জিততে মরিয়া পাকিস্তানি অধিনায়ক কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে।
চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। সেই ধাক্কা সামলে পরের ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ নিজেদের তৃতীয় ম্যাচ। সেমির আশা জিইয়ে রাখতে কোনো বিকল্প নেই পাকিস্তানের। সেটা খুব ভালো করেই জানেন পাক অধিনায়ক হাফিজ, 'কাল (আজ) আমাদের কি করতে হবে আমরা ভালো করেই জানি। আমরা সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠতে চাই। আমাদের সামনে কোনো ভুল করার সুযোগ নেই। শেষ ম্যাচে আমরা সেরা ক্রিকেটটাই খেলেছি।' প্রতিপক্ষ বাংলাদেশ। আগের ছয় ম্যাচের সব কয়টিতেই জিতেছে পাকিস্তান। তাই আজও ফেবারিট। তারপরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানি অধিনায়ক, 'টি-২০ ক্রিকেটে কোনো দলই দুর্বল নয়। আমরা দেখেছি সবাই খুব ভালো খেলছে। তাই বাংলাদেশকে সহজভাবে নেওয়ার কোনো কারণই নেই। আমরা জয়ের জন্য সেরাটাই খেলব।'
এবারের আসরে ব্যবধান গড়ে দিচ্ছেন স্পিনাররা। পাকিস্তানের রয়েছে মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল ও শহিদ আফ্রিদির মতো তিন তিনজন বিশ্বমানের স্পিনার। মিরপুরের উইকেটে ভালো করতে দলের স্পিনাররা প্রস্তুত বলেও জানান পাক অধিনায়ক, 'এই উইকেটে স্পিনাররা ভালো করছেন। এবারের আসরে ম্যাচগুলোর ব্যবধান গড়ে দিচ্ছেন স্পিনাররা। আমাদের স্পিনাররাও প্রস্তুত। দলের সিনিয়র ক্রিকেটার শহিদ আফ্রিদিও প্রস্তুত। আশা করি দলের জন্য ভালো কিছু করবেন।' গ্রুপ থেকে সবার আগে সেমি নিশ্চিত করেছে ভারত। চির প্রতিদ্বন্দ্বীদের পারফরম্যান্স সম্পর্কে বলেন, 'টুর্নামেন্টে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে।