আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলে দিয়েগো ম্যারাডোনা পাকিস্তান সফরে প্রস্তুত। আর্জেন্টাইন ফু্টবল লিজেন্ডের ম্যানেজার একথা জানিয়েছেন। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তুলনা করে ম্যারাডোনা বলেছিলেন, দুদেশের কর্মকর্তারাই ফুটবল সম্পর্কে কম জানে।
এমনটা শুনে পিএফএফ তাকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানায়। ম্যানেজার গুস্তাভো আমাদোর মোরে বলেন, সঠিকভাবে আমন্ত্রণ জানান হলে ম্যারাডোনা দেশটি সফরে যেতে ইচ্ছুক।