টার্গেট ১৫২ রান। ওভার প্রতি সাড়ে সাত রান! টি-২০ ক্রিকেটে কঠিন কিছু নয়। আগের দিন ড্যারেন স্যামি করে দেখিয়েছেন। টি-২০ ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। কাল নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম কমলা জার্সিধারী নেদারল্যান্ডসের বিপক্ষে তেমন কোনো মারকাট ব্যাটিং করেননি। কিন্তু ৬৫ রানের ম্যাচসেরা ইনিংস খেলে দলকে উপহার দিয়েছেন দ্বিতীয় জয়। ইনিংসটি খেলার মধ্যেই প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২০০০ রানের মাইল ফলক স্পর্শ করেছেন এই পিঞ্চ হিটার। ৬৭ ম্যাচে তার রান এখন ২০৪৪। বল প্রতি স্ট্রাইক রেট ১৩৬.২৬। টি-২০ ক্রিকেটের হার্ড হিটার বলা হয় ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলকে। ম্যাককুলামও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। টি-২০ ক্রিকেটে দুই দুটি সেঞ্চুরি রয়েছে এই ব্ল্যাক ক্যাপস ক্রিকেটারের। দুই সেঞ্চুরির একটির প্রতিপক্ষ আবার বাংলাদেশ। ২০১২ সালে টি-২০ বিশ্বকাপের চতুর্থ আসরে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন ৫৮ বলে ১১ বাউন্ডারি ও ৭ ছক্কাতে। আরেকটি সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায়। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাককালাম যে ৪৫ বলের ইনিংসটি খেলেন, তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। এটা তার ক্যারিয়ারের আবার ১২ নম্বর হাফসেঞ্চুরি।